Development at a Glance

Through strategic planning, innovative ideas, and a keen understanding of market trends he has led the
company to expand its operations domestically and internationally.

Development
Health
Education
Economy
Empowerment

This involves promoting youth participation in politics

There are many variations of passages of Lorem Ipsum, but the majority are many variations of passages of Lorem Ipsum, but the of Lorem Ipsum, but the majority are many variations of passages

At present (70%)
The next we believe (90%)
wppolitic

Health Education in Schools and Healthcare Financing.

As a member of parliament, he would prioritize health improvement by advocating for policies and initiatives that promote the well-being of individuals and communities.

At present (85%)
The next we believe (90%)
wppolitic

This includes ensuring that government processes

I would prioritize the development of democracy and good governance to ensure transparency, accountability, and the active participation of citizens in decision-making processes.

At present (60%)
The next we believe (90%)
wppolitic

I believe we can create an environment that nurtures economic growth

Our collaboration with relevant stakeholders, including government agencies, industry associations, academic institutions

At present (79%)
The next we believe (85%)
wppolitic

This involves promoting youth participation in politics

I would prioritize the empowerment and inclusion of women in decision-making processes and leadership positions.

At present (85%)
The next we believe (90%)
wppolitic

Milestone

Under Abdul Zabbar's leadership, the company has experienced extraordinary
growth and achieved remarkable milestones.

1996
Joined National Politics in Bangladesh

Maulana Muhammad Abdul Jabbar is the chief of Narayanganj Metropolitan Jamaat and also holds a central leadership position. He is widely known as an advocate of clean city initiatives, environmental conservation, and agricultural development.

2008
Elected as a Member of Parliament for first time

He was elected as a Member of Parliament from the Narayanganj-4 constituency.

2014
Second time Elected as a Member of Parliament

In addition to his parliamentary duties, he has been actively engaged in community outreach and grassroots initiatives.

2018
Third time Elected as a Member of Parliament

Under Abdul Zabbar's leadership, the company has experienced extraordinary growth & achieved milestones.

2023
Vision to build Smart Bangladesh

He strives to be an effective voice for Smart Bangladesh, focusing on issues such as Education, Health, Electricity etc.

Gallery

Under Abdul Zabbar's leadership, the company has experienced extraordinary growth and
achieved remarkable milestones

OUR CAMPAIGN IS POWERED BY Narayanganj
FROM SUPPORTERS LIKE YOU

Narayanganj

He regularly interacts with constituents, attends local events, and works closely with local authorities
to address the specific needs of the area. Abdul Zabbar is known
for Smart Bangladesh initiatives.

9K

Active Volunteer

131

Campaign Done

612

Area Coverage

4K

Project Done

Latest News

Just because you do not take an interest in politics doesn't mean politics won't
azer duskam take an interest in you

ফতুল্লা কুতুবপুর ৬ নং ওয়ার্ডে এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইসলামিয়া বাজার এলাকায়, ৯ ডিসেম্বর মঙলবার সন্ধায় সাধারণ জনতার সাথে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এমপি প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেন দেশের মানুষ আর কোন সন্ত্রাস চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায়না। দেশের মানুষ এখন শান্তি চায়। স্বৈরাচারী সরকার যেভাবে লুটেপুটে খেয়েছে। আমরা শুনেছি কিছু কিছু জায়গায় একটি দল লুটেপুটে খাচ্ছে। তিনি আরো বলেন দেশে শান্তুি পেতে চাইলে ভালো সৎ যোগ্য লোককে নির্বাচিত করতে হবে। এসময় সাধারণ জনতার মাঝে গণসংযোগ কালে শতাধিক জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পরে জামায়াতের অনেকেই দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো দুর্নীতি হয়নি

চ্যানেল ২৪-এর বিশেষ অনুষ্ঠান 'ব্যালটে বাংলাদেশ' নারায়ণগঞ্জ শহরের বিদ্যা নিকেতন হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এন.মোহাম্মদ গ্রুপ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীরা অংশ নেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:​নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী: মাসুদুজ্জামান মাসুদ, ​নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী: মাওলানা আবদুল জব্বার,নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত এমপি প্রার্থী: আব্দুল্লাহ আল-আমিন। ​এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুর রহমান সবুজ। ​আলোচনার শুরুতে চ্যানেল ২৪ নারায়ণগঞ্জ প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিত্ব আহসান সাদিক যানজট সমস্যা এবং চিকিৎসা সেবার মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন, বিশেষ করে ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ে উদ্বেগের কথা জানান। এ বিষয়ে প্রার্থীরা তাদের মতামত দেন। ​নারায়নগঞ্জ ৪ আসনের (জামায়াত) মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার "৫ আগস্ট পরবর্তী" পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নানা সমস্যা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনেন। তিনি বলেন, "৫ আগস্টের পূর্বে যে বাংলাদেশ ছিল তা আমরা চাই না।" তিনি জনগণের জুলুম, সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে মুক্তির আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে দাবি করেন যে স্বাধীনতার পরে তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো দুর্নীতি হয়নি। তিনি জানান, "আমরা ৫ আগস্টের পরে সকল আহত এবং নিহত লোকদের হাতে অর্থ সহায়তা করেছি। ইনশাআল্লাহ আমরা অচিরেই মানুষের কাছে পৌঁছাবো।" এছাড়া তিনি তার বক্তব্যে নানাভাবে "টর্চারের শিকার" হওয়ার কথা উল্লেখ করেন। তবে তিনি তার সাংগঠনিক দক্ষতা নিয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সব সমস্যা দূর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। মাওলানা আবদুল জব্বার তাঁর কাছে আরও একটি প্রশ্ন জানতে চাইলে বলেন, "শেষ ভালো যার, সব ভালো তার"—এটিকে সামনে রেখে তিনি জনগণের আকাঙ্ক্ষা কীভাবে পূরণ করবেন, তা ব্যক্ত করেন। ​এই অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জ আসনের ভোটারদের কাছে প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরেন।

জামায়াত নির্বাচিত হলে মানুষের কল্যানে কাজ করবে

নারায়ণগঞ্জ ০৪ আসনের জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তিনি দৃঢ়ভাবে জানান, ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে তাঁরা এমন এক রাষ্ট্র গড়তে চান, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্র। ​তিনি বুধবার (১০ ডিসেম্বর) বিকালে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন। ​মাওলানা আবদুল জব্বার তাঁর বক্তব্যে বলেন,​ জামায়াত নির্বাচিত হলে মানুষের কল্যানে কাজ করবে “আল্লাহর বিধান দিয়ে আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রে, আর আল্লাহর বিধান হবে সেই পথচলার চূড়ান্ত দিশা।” এসময় গণসংযোগে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, মাওলানা সাইফুদ্দিন মুনির, মাহবুব আলম, কফিল আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতি জাহাঙ্গীর আলম, আমিন মাস্তান, প্রিন্সিপাল জাহিদুর রহমান, এবং নুরুন্নবী পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ

শিক্ষা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলেই একটি জাতি আলোকিত পথে এগিয়ে যেতে পারে

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল নারায়ণগঞ্জ-এ শিক্ষক-শিক্ষিকাদের সাথে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সভায় শিক্ষার সার্বিক উন্নয়ন, ছাত্রছাত্রীদের নৈতিক-মানসিক বিকাশ, আধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয়তা, এবং শিক্ষকদের সম্মান–সম্মাননা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। মাওলানা আবদুল জব্বার শিক্ষকদের সমাজ উন্নয়নের অগ্রদূত হিসেবে উল্লেখ করে বলেন, “একজন শিক্ষকই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলেই একটি জাতি আলোকিত পথে এগিয়ে যেতে পারে।” আলোচনা পর্বে শিক্ষক-শিক্ষিকারাও বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও উন্নয়নমুখী পরামর্শ তুলে ধরেন। তিনি মনোযোগসহকারে সকল মতামত শোনেন এবং শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের আগমনকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের নির্বাচনী পোস্টার ফেস্টুন নিজেই সরিয়ে নিচ্ছেন জামায়াত প্রার্থী আবদুল জব্বার

১২ ডিসেম্বর শুক্রবার সকালে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার নির্বাচন কমিশনার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের জন্য নিজে উপস্থিত থেকে নিজ দলীয় পোস্টার ব্যানার এবং ফেস্টুন খুলে ফেলেন। উল্লেখ্য গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় আর নির্বাচনী বিধিনিষেধ বাস্তবায়নের লক্ষেই প্রার্থীর প্রচারণা সামগ্রী দলীয় নেতা কর্মীদেরকে সরিয়ে ফেলার নির্দেশ দেন, সেই নির্দেশ নিজেই সরাসরি মাঠে থেকে কর্মীদের সাথে বাস্তবায়ন করছেন। এসময় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সু-শৃংখল ও ফেয়ার করার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন কে সর্বাত্মক সহযোগিতা করবো। সেই সাথে আশা করবো প্রতিটি গনতান্ত্রিক দল যার যার জায়গা থেকে সুষ্ঠু সুন্দর নির্বাচনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে। সাথে সাথে তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করেন লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি সহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে যা করা দরকার তা ই করবেন। মাওলানা আবদুল জব্বার যখন নিজ প্রচার সামগ্রী সরিয়ে নিচ্ছিলেন তখন তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কোন অপশক্তি আর মাথাচারা দিতে পারবেনা

১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গোগনগর ইউনিয়নের একাধিক ওয়ার্ডে আবদুল জব্বার এর নির্বাচনী গণসংযোগ করেনা নারায়ণগঞ্জ ৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার। গণসংযোগকালে এলাকার নারী পুরুষ সর্বস্থরের মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়। এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন বিগত দিনে আপনারা বিভিন্ন ভাবে রাজনৈতিক হয়রানি সহ নানাবিধ সমস্যার মধ্যে পড়েছেন। যারা সমাজে অশান্তি সৃষ্টি করে তারা একটি অপশক্তি, আপনারা আমাদের সাথে থাকলে আগামীতে আর কোন অপশক্তি মাথাচারা দিতে পারবেনা। ইনশাআল্লাহ। থানা আমির খলিলুর রহমান টিটোর সভাপতিত্বে গণসংযোগে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হুসাইন, থানা সেক্রেটারি আলী আহমদ সহ থানা, ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

Quick Links

© 2025 | Abdul Zabbar. All Rights Reserved.